শিরোনাম
খাদ্যবান্ধন কর্মসূচির আওতায় কার্ড অনলাইন কার্যক্রম।
বিস্তারিত
09 নং পাঁচবাগ ইউনিয়ন এর আওতাধীন যারা খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের চাল পেয়ে থাকেন, প্রত্যেকের কার্ডটি অনলাইন করতে হবে। আপনার কার্ডটি অন লাইন করতে পাঁচবাগ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে।
অনলাইন করার জন্য যা যা প্রয়োজন হবেঃ
১। নির্ধারিত কার্ড/ বই
২। জাতীয় পরিচয় পত্র।
৩। স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্র।
৪।
একটি চলমান মোবাইল নম্বর, মোবাইল সাথে নিয়ে আসতে হবে।
বি:দ্রঃ কার্ডধারী ব্যক্তির অনলাইনের সময় স্ব-স্বরীরে উপস্থিত হইতে হইবে।