পাঁচবাগ ইউনিয়ন, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ।
গফরগাঁও সদর হতে রিক্সা বা অটোযোগে 6 কিলোমিটার দূরে পাঁচবাগ ইউনিয়ন গ্রামের পাঁচবাগ গ্রামে আসতে হবে।
মৌলভী ক্বারী রেয়াজ উদ্দিন সাহেব ১৯২১ সালে পাঁচবাগ আলিয়া মাদ্রাসা স্থাপন করেন। মাদ্রাসা সংলগ্ন তিন ওষ্ঠব বিশিষ্ট একটি পাকা মসজিদ নির্মাণ করেন। গম্ভুজের উপরিভাগে কলসি সদৃশ্য ফিনিয়েল নির্মিত হয়েছে ও পদ্মপাপড়ি দ্বারা সাজানো হয়েছে।
মরহুম হযরত মাওলানা মোঃ শামছুল হুদা পাঁচবাগী (র)ঃ বিশিষ্ট ইসলামী চিমত্মাবিধ ও ধর্ম প্রচারক। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা। তিনি ১৯৩৭ সন হতে ১৯৫৪ সন পর্যমত্ম তদানিমত্মন আইন সভার সদস্য ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS